ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেনের সময় আরও বাড়ল

| সোমবার , ৩১ মে, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

মহামারীর বিস্তার ঠেকাতে বিধিনিষেধের মেয়াদ বাড়লেও ব্যাংকে লেনদেনের সময় আরও ৩০ মিনিট বাড়ানো হয়েছে। ব্যাংকের সঙ্গে মিল রেখে পুঁজিবাজারেও লেনদেনের সময় আধা ঘণ্টা বেড়েছে। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে গত এপ্রিল থেকে বিধি-নিষেধ চলছে, রোববার তা আরও এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এরপর বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে ব্যাংকে লেনদেন তিনটা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত দেওয়া হয়। বিধি-নিষেধের মধ্যে এতদিন ব্যাংকগুলোতে আড়াইটা পর্যন্ত লেনদেন চলছিল। খবর বিডিনিউজের।
প্রজ্ঞাপনে বলা হয়, বিধি-নিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা প্রদান অব্যাহত রাখতে ৩০ মে থেকে ৬ জুন পর্যন্ত সকাল ১০টা থেকে তিনটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন পরবর্তী আনুষ্ঠানিক অন্যান্য কাজের জন্য বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। অন্যদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে লেনদেন এখন থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলবে। স্বাভাবিক সময়ে দেশের পুঁজিবাজারে আড়াইটা পর্যন্তই লেনদেন হয়। পুঁজিবাজার এতদিন সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চালু ছিল। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় গত ৫ এপ্রিল সরকার নানা বিধি-নিষেধ আরোপ করে। ওই সময়ের পর থেকে ব্যাংকে লেনদেনের সময় কয়েক দফায় বদলেছে। এর সঙ্গে তাল রেখে পুঁজিবাজারে লেনদেনের সময়ও বাড়ানো হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে গোসল করতে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ
পরবর্তী নিবন্ধ১০ বছরে পানি ধারণক্ষমতা কমেছে ২০ শতাংশ