ব্যাংকে বোমার ভয় দেখিয়ে ২ দিনের রিমান্ডে তারিকুল

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৭:০০ অপরাহ্ণ

নগরীর ইপিজেড থানার নেভাল অ্যাভিনিউর একটি বেসরকারি ব্যাংকে বোমার ভয় দেখিয়ে ডাকাতির চেষ্টাকালে গ্রেফতার তারিকুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত এ রিমান্ড মঞ্জুর করে। বাংলানিউজ
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের সহকারী কমিশনার (এসি-প্রসিকিউশন) কাজী মো. শাহাবুদ্দিন আহমেদ জানান, তারিকুল ইসলামকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গতকাল বুধবার (৩১ মার্চ) বিকেলে তারিকুল ইসলাম ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করার চেষ্টা করে ৫০ লাখ টাকা দাবি করেন। পরে র‌্যাব, পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআখের চিনিতে রং
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বাড়িতে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনিতে যুবকের মৃত্যু