ব্যাংকে টাকা তোলার হিড়িক

আজাদী প্রতিবেদন | সোমবার , ৫ আগস্ট, ২০২৪ at ৪:৩৫ পূর্বাহ্ণ

তিন দিনের সাধারণ ছুটি এবং অনির্দিষ্টকালের কারফিউসহ বিরাজমান পরিস্থিতিতে গতকাল ব্যাংকে ব্যাংকে টাকা তোলার হিড়িক পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত অসহযোগের মাঝে গতকাল নগরীর সব ব্যাংকগুলো খোলা ছিল। এতে স্বাভাবিক কার্যক্রম চলেছে। তবে গতকাল একাধিক ব্যাংকারের সাথে কথা বলে জানা গেছে, প্রচুর গ্রাহক টাকা উঠিয়েছেন। টাকা জমা দেয়ার পরিমাণ ছিল কম। তিন দিনের সাধারণ ছুটিতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষ জরুরি প্রয়োজন মেটাতে ঘরে নগদ টাকা তুলে রাখছেন বলেও তারা মন্তব্য করেন। তারা বলেন, গত বারের সাধারণ ছুটির সময় মানুষকে বেশ বেগ পেতে হয়েছিল। এটিএম বুথেও টাকা পাওয়া যাচ্ছিল না। নিরাপত্তার স্বার্থে এটিএম বুথে টাকার পরিমাণ একেবারে কমিয়ে আনা হয়েছে বলে উল্লেখ করে দেশের শীর্ষ স্থানীয় একটি বেসরকারি ব্যাংকের জোনাল হেড বলেন, এটিএম বুথের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। তাই সেখানে খুব বেশি টাকা রাখা হচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধজনসাধারণকে কারফিউ মেনে চলার আহ্বান সেনাবাহিনীর
পরবর্তী নিবন্ধশেখ কামালের ৭৫ তম জন্মবার্ষিকী আজ