ব্যাংকের সাড়ে ৫৯ কোটি টাকা আত্মসাত মামলায় একজন কারাগারে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২০ at ৭:১৩ পূর্বাহ্ণ

নগরীতে ইউসিবিএল ব্যাংকের ৫৯ কোটি ৪১ লাখ টাকা ও ব্যাংকটির কাছে রাখা বন্ধকী সম্পত্তি আত্মসাতের অভিযোগে করা মামলায় সামশুল আলম (৬৯) নামে এক আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল ১ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খাইরুল আমীনের আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন চাইলে জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
ব্যাংকের আইনজীবী অ্যাডভোকেট মানস দাশ গতকাল আজাদীকে বলেন, গত ১৪ সেপ্টেম্বর আসামি সামশুল আলম (৬৯) ও তার ছেলে মিজানুর রহমানের (৪০) বিরুদ্ধে ব্যাংকের টাকা ও ব্যাংকে বন্ধক দেয়া সম্পত্তি আত্মসাতের অভিযোগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষ থেকে একটি মামলা করা হয়। ওই সময় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।ওই মামলায় আদালতে সামশুল আলম আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন। আদালত জামিন বাতিল করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। সামশুল আলম চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার বাসিন্দা।
মামলার আরজিতে বলা হয়, ‘মেসার্স এসএ এন্টারপ্রাইজ’ ও ‘মেসার্স সামশুল স’মিল এর নামে ইউসিবিএল থেকে বিভিন্ন সময় ঋণ নিয়ে পরবর্তীতে পরিশোধ করেননি আসামিরা।

পূর্ববর্তী নিবন্ধগেইলকে নিয়ে সহজ জয় কিংস ইলেভেন পাঞ্জাবের
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ওষুধের দোকান সিলগালা