ব্যাংকের ক্যাশ ইনচার্জের বিরুদ্ধে মামলা

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ জুন, ২০২৩ at ৭:৫২ পূর্বাহ্ণ

ব্র্যাক ব্যাংক বাঁশখালী উপশাখার জলদী মিয়া বাজার শাখার ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ক্যাশ ইনচার্জ মো. হারুনুর রশিদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মো. হারুনুর রশিদ চন্দনাইশের হাশিমপুর এলাকার আব্দুল মজিদের ছেলে। গতকাল বুধবার দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম২ এ মামলাটি দায়ের করেন একই কার্যালয়ের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ। কার্যালয়টির উপপরিচালক মো. আতিকুল আলম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছে। দুদক সূত্র জানায়, ব্রাংক ব্যাংক বাঁশখালী উপশাখার সাব ব্রাঞ্চ ইনচার্জ মো. শহিদুল ইসলাম বাঁশখালী থানায় অভিযোগ করেন যে, হারুনুর রশিদ ক্যাশ ইনচার্জ হিসেবে ভল্টের ও ক্যাশ কাউন্টারের মূল চাবির দায়িত্বরত থাকা অবস্থায় গত ৩১ মে থেকে অবৈধভাবে বিভিন্ন উপায়ে ও বিভিন্ন সময়ে ১২ লাখ টাকা তছরুপ ও আত্মসাৎ করেছেন। থানা পুলিশ অভিযোগটি আমলে নেন। কিন্তু অভিযোগের অপরাধ দুদকের তফসিলভুক্ত হওয়ায় অভিযোগটি দুদকে প্রেরণ করা হয়। এরই ধারাবাহিকতায় দুদক প্রধান কার্যালয়ে মামলার অনুমোদন চেয়ে আবেদন করলে সেটি মঞ্জুর হয় এবং মামলা দায়ের করা হয়।

দুদক সূত্র জানায়, ব্যাংকের টাকা আত্মসাৎ করে মো. হারুনুর রশিদ দণ্ডবিধির ৪০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন অনুয়ায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকেন ব্রিকসে যোগ দেবে বাংলাদেশ,জানালেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধআবারও রাজশাহীর মেয়র লিটন, সিলেটে আনোয়ার