ব্যাংকের ঋণ পরিশোধ না করায় চার সহোদরের বিরুদ্ধে পরোয়ানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ৯:১০ পূর্বাহ্ণ

ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখার ২৪ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় চার ব্যবসায়ী সহোদরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোযানা জারি করেছে আদালত। তারা হলেন, মো. মোকতার, মো. ইব্রাহীম, মো. আসলাম ও মো. আসিফ। তারা হালিশহরের রামপুরা এলাকার মৃত ওসমান গণি সওদাগরের ছেলে। তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম ইব্রাহীম এন্ড ব্রাদার্স। নগরীর মাঝিরঘাটের স্ট্যান্ড রোডের গুনু মিয়া বিল্ডিংয়ে প্রতিষ্ঠানটির অফিস। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান চার সহোদরকে পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশ এবং তা কার্যকরের জন্য উক্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে বিচারক দায়িকদের বিরুদ্ধে দেওয়ানি আটকাদেশসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন উল্লেখ করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে বলেন, খেলাপি ঋণ আদায়ের জন্য ২০১৫ সালে ইস্টার্ন ব্যাংক মামলাটি দায়ের করে। ২০২১ সালের ২৮ মার্চ মামলায় ডিক্রি হয়। ডিক্রিতে ৬০ দিনের মধ্যে ঋণ পরিশোধের কথা বলা হলেও দায়িকরা তা করেননি। একপর্যায়ে একই বছরের ১৬ সেপ্টেম্বর ব্যাংকের পক্ষ থেকে জারি মামলা দায়ের করা হয়। কিন্তু দায়িকরা ঋণ পরিশোধে এগিয়ে আসছিল না। দায়িকদের বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রি না হওয়ায় দায় সমন্বয় করাও সম্ভব হয়নি। বেঞ্চ সহকারী বলেন, এমন অবস্থায় দায়িকদের বিরুদ্ধে ২০২২ সালের ১৩ জুলাই দেওয়ানি আটকাদেশসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পরবর্তীতে দায়িকরা উচ্চ আদালতে সেটির বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করেন। এরই

ধারাবাহিকতায় উচ্চ আদালত দেওয়ানি আটকাদেশ স্থগিত করে রুল ইস্যু করেন। এরপর গত বছরের ৩০ আগস্ট রুল খারিজ করে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। এরই ধারাবাহিকতায় আজকে (গতকাল) কোনো বাধা না থাকায় এবং ঋণ আদায়ে দায়িকদের বিরুদ্ধে নতুনভাবে দেওয়ানি আটকাদেশসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক। মেসার্স এম এম ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়েছেন দায়িকরা বলেও জানান বেঞ্চ সহকারী।

পূর্ববর্তী নিবন্ধসব চাপ উৎরে গেছি, বললেন নতুন পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধঅগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের সাজা নিশ্চিত করা হবে