ব্যাংকার সিএসকে সিদ্দিকীর ইন্তেকাল

| বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া সমিতি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পূবালী ব্যাংকের সাবেক কর্মকর্তা (এজিএম) লায়ন সিএসকে সিদ্দিকী (ফরহাদ চৌধুরী) গতকাল মঙ্গলবার সকালে দিদার মার্কেট শান্তিবাগ আবাসিক এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহিরাজিউন)। তিনি ২ ছেলে ১ মেয়ে,অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। শেষে রাঙ্গুনিয়াস্থ পারিবারিক কবরস্থনে তাকে দাফন করা হয়। লায়ন সিএসকে সিদ্দিকীর ইন্তেকালে শোক প্রকাশ করে পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন মুসলমান ইতিহাস সমিতির সভাপতি লায়ন শওকত আলী নুর, মহাসচিব সোহেল মুহাম্মদ ফখরুদদীন, অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, . অধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ, শাহাজাদা এস এম সিরাজুদ্দৌলা, এম. নুরুল হুদা চৌধুরী, জহুরুল আনোয়ার, দেলোয়ার হোসেন মানিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধগাউছুল আজম মাইজভাণ্ডারীর (ক.) পূর্ণ মানবতার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক