ব্যাংকার দেবযানীর ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

| রবিবার , ১ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক দেবযানী দাশের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা নগরীর রহমতগঞ্জ বাংলা কলেজ এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উৎপল রক্ষিত, আবুল কালাম আজাদ, নরোত্তম শাহা পলাশ, হামলার শিকার দেবযানী দাশের মা শিখা দস্তিদার। শিখা দস্তিদার বলেন, আমার মেয়ে এখন মৃত্যু শয্যায়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

গণমাধ্যম কর্মী ফারুক মুনিরের সঞ্চালনায় এবং নোমান রাসেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সায়মা আলম, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত দাশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, জিয়াউল হাসান, অ্যাডভোকেট বিষুময় দেব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধবন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯, ফেনীতে ২৩