ব্যাংককে হাজারো মানুষের মিছিল

রাজতন্ত্র সংস্কারের দাবি

| মঙ্গলবার , ১৬ নভেম্বর, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

রাজতন্ত্র সংস্কারের দাবি জানিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মিছিল করেছে কয়েক হাজার মানুষ। খবর বিডিনিউজের। এই ধরনের দাবি রাজতন্ত্র উচ্ছেদের পরোক্ষ উদ্যোগ, এক রায়ে আদালত এমন সতর্কতা জানালেও তা উপেক্ষা করেই রবিবার মিছিলকারীরা রাস্তায় নেমে আসে বলে জানিয়েছে রয়টার্স। দাঙ্গা পুলিশের ব্যাপক উপস্থিতির মধ্যেই বিক্ষোভকারীরা মিছিল করে এগিয়ে যায়। তাদের হাতে হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে ‘নিরঙ্কুশ রাজতন্ত্র নয়’ এবং ‘সংস্কার বিলুপ্তি নয়’ লেখা ছিল। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ব্যাংককের জার্মান দূতাবাসের সামনে উপস্থিত হওয়ার পর এক বিক্ষোভকারী একটি বিবৃতি পাঠ করেন, এতে বলা হয়, সামপ্রতিক বছরগুলোতে রাজার ক্ষমতা বৃদ্ধিতে থাইল্যান্ড গণতন্ত্র থেকে দূরে সরে গিয়ে নিরঙ্কুশ রাজতন্ত্রে ফিরে যাচ্ছে।
এই দেশ অবশ্যই এমন একটি পদ্ধতির মাধ্যমে শাসিত হবে যেখানে সবার সমান অধিকার থাকবে, এটি প্রতিষ্ঠার জন্যই এ লড়াই। গত বছরের অক্টোবরেও বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জার্মান দূতাবাসে গিয়েছিল। থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকরন অধিকাংশ সময়ই জার্মানিতে থাকেন।

পূর্ববর্তী নিবন্ধমুক্তি পেলেন মিয়ানমারে কারাদণ্ড পাওয়া মার্কিন সাংবাদিক
পরবর্তী নিবন্ধনূরুল ইসলাম