ব্যস্ততা এখন রূপচর্চায়

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:১৮ পূর্বাহ্ণ

ঈদের কেনাকাটা শেষের পথে। এখন একটু নিজেকে সাজিয়ে নিতে ব্যস্ত বিভিন্ন শ্রেণিপেশার রূপসচেতন নারীরা। মনের মতো বিভিন্ন ধরনের সাজ নিচ্ছেন তারা। বিশেষ করে চুলকাটা, বিভিন্ন ধরনের ফেসিয়াল, চুলে রঙ করা, ভ্রু প্লাক, পেডিকিউর মেনিকিউর থেকে শুরু করে হাতে মেহেদী লাগানোসহ তাদের অপরূপা করে তুলতে ব্যস্ত সময় পার করছেন এসব পার্লার ও বিউটি সেলুনের কর্মীরা।

পার্লার মালিকরা জানান, সারা বছরই সৌন্দর্য সচেতন নারীরা রূপচর্চা করতে আসেন। তবে ঈদের আগে অনেকে ৩৪টি সেবা এক সাথে নিয়ে থাকেন। কারণ ঈদের দিন যাতে নিজেকে একটু সুন্দর ও পরিপাটি দেখায় সে কারণেই মূলত পার্লারগুলোতে ভিড় করেন সেবাগ্রহীতারা।

জানা গেছে, ঈদে তরুণীরা ফেসিয়ালের প্রতি আগ্রহ বেশি দেখাচ্ছেন। ফেসিয়ালের মধ্যে রয়েছে হার্বাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল, পিম্পল কন্ট্রোল ফেসিয়াল, ফ্রুট ফেসিয়াল, ম্যাংগু ফেসিয়াল, হানি ফেসিয়াল, অ্যালোভেরা ফেসিয়াল, এরোমা ফেসিয়ালসহ নানা ভ্যারিয়েন্ট। এছাড়াও ভ্রু প্লাক, আপার লিপ, হেয়ারস্টাইল, বিভিন্ন রকম ফেসিয়াল, চুল রিবন্ডিং, চুলের হাইলাইট, হেয়ার ফ্যাশন, হেয়ার স্পা ট্রিটমেন্ট, মেনিকিউর, পেডিকিউর ইত্যাদি সেবা নিয়ে থাকেন তরুণীরা।

গতকাল নগরীর ২ নং গেট শপিং কমপ্লেক্স এলাকার রেড লাউঞ্জ বিউটি পার্লারে গিয়ে দেখা গেছে, কেউ চুল কাটছেন, কেউ চুল কালার করছেন, আবার কেউ ফেসিয়ালে ব্যস্ত। কেউ আবার বিভিন্ন ধরনের সেবা নেয়ার জন্য অপেক্ষা করছেন। রেড লাউঞ্জে কথা হয় গৃহিণী রিফাত তাজনীনের সাথে। তিনি জানান, প্রায় সময় পার্লারে আসা হয়। তবে আর ক’দিন পরে যেহেতু ঈদ, তাই ফেসিয়ালসহ আর কিছু সেবা নিবো চিন্তা করছি। চট্টগ্রাম গ্রামার স্কুলের শিক্ষক সামিরা মেহজাবীন বলেন, ঈদের আগে পার্লারে না আসলে মনে হয়, ঈদের পূর্ণতা পায় না। তাই আমি প্রতি বছর নিয়ম করে কেনাকাটা শেষে পার্লারে ছুটে আসি।

রেড লাউঞ্জ বিউটি পার্লারের স্বত্বাধিকারী শামিলা রিমা দৈনিক আজাদীকে বলেন, গত এক সপ্তাহ ধরে আমাদের পার্লারে ব্যস্ততা বেড়েছে। সেবাগ্রহীতা প্রতি বছরই আমাদের আস্থা রাখেন। আমরা কম খরচে গুণগত ভালো সেবাটিই দিচ্ছে। যার কারণে আমাদের সেবাগ্রহীতার সংখ্যা বাড়ছে। ঈদ উপলক্ষে এখন বিভিন্ন ধরনের ফেসিয়াল, হেয়ার রিবন্ডিং, হেয়ার কাটিং, হেয়ার কাটিং, পেডিকিউর ও মেনিকিউরের মতো সেবাগুলোই বেশি নিচ্ছেন।

চান্দগাঁও আবাসিক এলাকার রূমঝুম বিউটি পার্লারের স্বতাধিকারী মুক্তা আকতার বলেন, সামনে ঈদ। তাই ঈদের আগেই নারীরা নিজেকে পরিপাটি করে সাজিয়ে রাখতে পছন্দ করেন। ঈদকে কেন্দ্র করে আমরা প্রায় সব ধরনের সেবাতে ছাড় দিচ্ছি। পার্লারে সেবা নিতে আসা আঞ্জমান আরা বেগম বলেন, আমি গোল্ড ফেসিয়াল ও ভ্রু প্লাক করতে এসেছি। তবে এ বছর গত বছরের তুলনায় সেবার দাম একটু বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধঈদে নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে সিএমপি ট্রাফিক-দক্ষিণের বিশেষ ব্যবস্থা
পরবর্তী নিবন্ধনির্বাচনে ইইউ ও যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী