ব্যস্ততম দোহাজারী স্টেশন রোডে সবজি বাজার ইজারা দেওয়া হবে!

জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে স্থানীয়দের অভিযোগ

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:৫০ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসভার ব্যস্ততম স্টেশন রোডে পৌরসভা কর্তৃক সবজি বাজার ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত ৪ মার্চ দোহাজারী পৌরসভার ৬, , ৮ ও ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা চট্টগ্রাম জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগ, দোহাজারী পৌরসভার মেয়রসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, ২৯ ফেব্রুয়ারি দোহাজারী পৌরসভার স্মারক নংদোহা:/পৌর:/চন্দ:/২০২৪ হাট বাজার/ সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা স্ট্যান্ড ইজারা বিজ্ঞপ্তি/১৪৩১এর ক্যালেন্ডারভুক্ত হাটবাজারসমূহের ক্রমিক নং৫ এর কৃষক পাইকারি সবজি বাজার সকাল স্টেশন রোড, দোহাজারী’ নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দোহাজারী পৌরসভা কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে আগামী ২১ মার্চ প্রথম দফা, ২৮ মার্চ দ্বিতীয় দফা এবং ৪ এপ্রিল বিকাল ৪টায় তৃতীয় দফায় সিডিউল জমা দেওয়ার তারিখ ও সময় নির্ধারণ করা হয়। সবজি বাজার ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা স্টেশন রোড দিয়ে পৌরসভার ৬, , , ৯ নং ওয়ার্ডের প্রায় ৫০ হাজার; পার্শ্ববর্তী ধোপাছড়ি, সাতকানিয়ার বাজালিয়া ও পুরানগড় ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত করে। এছাড়া উক্ত সড়কের দোহাজারী চৌকিদার ফাঁড়িপুরানগড় নয়াহাটের সংযোগস্থল শঙ্খ নদীতে ১৩০ কোটি টাকায় ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ব্রিজটি নির্মিত হওয়ার পর চট্টগ্রামবান্দরবানের নতুন সংযোগ তৈরি হবে সড়কটি দিয়ে। তাই স্টেশন রোডে সবজি বাজার বসানো হলে বান্দরবানসহ সড়কটি দিয়ে যাতায়াতকারীরা বাধার সম্মুখীন হবে। সড়কে সবজি বাজার বসানোর ইজারা বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর থেকে এলাকার মানুষকে হতাশা প্রকাশ করতে দেখা যাচ্ছে। প্রতিদিন সকালে সড়কে কৃষকের পাইকারি কাঁচা সবজি বাজার বসানো হলে যাতায়াত বন্ধ হওয়াসহ ভোগান্তিতে পড়বে হাজার হাজার সাধারণ মানুষ, স্কুলকলেজ এবং অফিসগামীরা। এ ব্যাপারে বক্তব্য নিতে দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিমের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ৬৮ পাকা ব্যারাক হাউজ হস্তান্তর নৌবাহিনীর
পরবর্তী নিবন্ধইপিজেড ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপণী মহড়া