চন্দনাইশের দোহাজারী পৌরসভার ব্যস্ততম স্টেশন রোডে পৌরসভা কর্তৃক সবজি বাজার ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত ৪ মার্চ দোহাজারী পৌরসভার ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা চট্টগ্রাম জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগ, দোহাজারী পৌরসভার মেয়রসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, ২৯ ফেব্রুয়ারি দোহাজারী পৌরসভার স্মারক নং– দোহা:/পৌর:/চন্দ:/২০২৪ হাট বাজার/ সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা স্ট্যান্ড ইজারা বিজ্ঞপ্তি/১৪৩১–এর ক্যালেন্ডারভুক্ত হাটবাজারসমূহের ক্রমিক নং– ৫ এর কৃষক পাইকারি সবজি বাজার সকাল স্টেশন রোড, দোহাজারী’ নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দোহাজারী পৌরসভা কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে আগামী ২১ মার্চ প্রথম দফা, ২৮ মার্চ দ্বিতীয় দফা এবং ৪ এপ্রিল বিকাল ৪টায় তৃতীয় দফায় সিডিউল জমা দেওয়ার তারিখ ও সময় নির্ধারণ করা হয়। সবজি বাজার ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা স্টেশন রোড দিয়ে পৌরসভার ৬, ৭, ৮, ৯ নং ওয়ার্ডের প্রায় ৫০ হাজার; পার্শ্ববর্তী ধোপাছড়ি, সাতকানিয়ার বাজালিয়া ও পুরানগড় ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত করে। এছাড়া উক্ত সড়কের দোহাজারী চৌকিদার ফাঁড়ি–পুরানগড় নয়াহাটের সংযোগস্থল শঙ্খ নদীতে ১৩০ কোটি টাকায় ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ব্রিজটি নির্মিত হওয়ার পর চট্টগ্রাম–বান্দরবানের নতুন সংযোগ তৈরি হবে সড়কটি দিয়ে। তাই স্টেশন রোডে সবজি বাজার বসানো হলে বান্দরবানসহ সড়কটি দিয়ে যাতায়াতকারীরা বাধার সম্মুখীন হবে। সড়কে সবজি বাজার বসানোর ইজারা বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর থেকে এলাকার মানুষকে হতাশা প্রকাশ করতে দেখা যাচ্ছে। প্রতিদিন সকালে সড়কে কৃষকের পাইকারি কাঁচা সবজি বাজার বসানো হলে যাতায়াত বন্ধ হওয়াসহ ভোগান্তিতে পড়বে হাজার হাজার সাধারণ মানুষ, স্কুল–কলেজ এবং অফিসগামীরা। এ ব্যাপারে বক্তব্য নিতে দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিমের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।