ব্যর্থতা থেকেই আমি বেশি শিখি

| বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

সাফল্যের আনন্দে ভাসলেও ব্যর্থতাই বেশি গুরুত্বপূর্ণ সারা আলি খানের কাছে; সাইফকন্যার ভাষ্য, ব্যর্থতা থেকেই বেশি শেখেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মে সমপ্রতি মুক্তি পাওয়া ‘আতরঙ্গি রে’র সাফল্যের জোয়ারে ভাসছেন এখন সারা। এই সিনেমায় ‘রিংকু’ চরিত্রে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। তবে কারও কারও কাছে মনে হচ্ছে, সারা অতি অভিনয় করেছেন। এ নিয়ে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সারা বলেন, ছোটবেলা থেকেই সমালোচনা উপভোগ করি আমি। অবশ্যই আমি প্রশংসা পছন্দ করি, কিন্তু আমি আমার জীবনের প্রথমেই উপলব্ধি করেছি যে সাফল্য আপনাকে যে সুখ দেয়, তার চেয়ে ব্যর্থতা আপনাকে যে শিক্ষা দেয়, তা আপনাকে জীবনে অনেক বেশি শেখায়। খবর বিডিনিউজের।
পতৌদির নবাব পরিবারের সন্তান সারা জীবনের শুরুতেই দেখেছেন মা অমৃতা সিং থেকে বাবা সাইফ আলি খানের আলাদা হয়ে যাওয়া। মায়ের কাছে বেড়ে ওঠা সারার অভিনয়ে অভিষেক কয়েক বছর আগে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে। তারপর দিন দিন ক্যারিয়ার উজ্জ্বল হচ্ছে শর্মিলা ঠাকুরের এই নাতনির।

পূর্ববর্তী নিবন্ধএকঝাঁক তরুণ সংগীতশিল্পীর কণ্ঠে ১০০ ফোক গান
পরবর্তী নিবন্ধআতঙ্ক থেকে রেহাই চাইলেন শবনম ফারিয়া