বিসিবি প্রেসিডেন্ট’স কাপটা মোটেও ভাল কাটেনি সৌম্য সরকারের। টুর্নামেন্টের ৫ ম্যাচের একটিতেও নিজের আসল চেহারাটা দেখাতে পারেনি। প্রতিটি ম্যাচেই থেকেছেন নিজের ছায়া হয়ে। সেই বিস্মৃতি ভুলতে এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দিকে তাকিয়ে আছেন চট্টগ্রামের পক্ষে খেলা এই ওপেনার। ছন্দময় ব্যাটিং করে দলকে বড় সংগ্রহ এনে দিতে চান। প্রেসিডেন্ট’স কাপে ৫ ম্যাচে সৌম্য সরকারের ইনিংষ গুলো ছিল যথাক্রমে (২১, ৯, ৮, ৭, ৫)। প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে নেমে জ্বলে উঠার আগেই নিভে গেছেন। সেই স্মৃতি আজও তাড়া করছে তাকে।
আর সেকারণেই পারফরম্যান্সে ফিরতে চান সৌম্য। গতকাল রোববার মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে দলের অনুশীলনের ফাঁকে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সৌম্য বলেন, নতুন টুর্নামেন্টে ভালো করার চেষ্টা করব। আমাদের দলটা অনেক ভালো হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। সবদিক দিয়েই ভালো। আশা করি ভালো একটা টুর্নামেন্ট যাবে। প্রেসিডেন্ট্থস কাপের পারফরম্যান্স ভালো ছিল না।
অবশ্যই এবার চেষ্টা করব ওটাকে পেছনে ফেলে যেন এই টুর্নামেন্টটা ভালো কাটাতে পারি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও মন্দ করেন না সৌম্য। ঘরোয়া ক্রিকেট তো বটেই জাতীয় দলের জার্সিতেও পার্ট টাইম বোলার হিসেবে ভাল করেন তিনি।
বোলিংয়ের এই ধারাবাহিকতা আসন্ন টি-টোয়েন্টি কাপেও ধরে রাখতে চাইছেন এই ব্যাটসম্যান। টুর্নামেন্টে নিজের যে লক্ষ্য আছে সেটা পূরন করার চেষ্টা করবেন বলে জানান সৌম্য। আগামীকাল থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম। ২৬ নভেম্বর।
প্রতিপক্ষ ঢাকা। তাই শুরুটা ভাল করতে চান সৌম্য সরকার।