‘ব্যবসা-বাণিজ্যে নারীর অংশগ্রহণ অর্থনীতিকে গতিশীল করবে’

ওয়েডিং শো উদ্বোধন

| শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৯:২১ পূর্বাহ্ণ

ব্যবসা বাণিজ্যের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদী স্থিতিশীল করতে অনন্য ভূমিকা রাখবে। গতকাল শুক্রবার ইউসি ইভেন্টসের উদ্যোগে চট্টগ্রামের রেডিসন ব্লুতে ২ দিনব্যাপী ওয়েডিং শো’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা একথা বলেন। তিনি বলেন, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য প্রতিষ্ঠান ইউসি ইভেন্টসের কর্ণধার তামান্না আহমেদ একজন নারী উদ্যোক্তা। এর অর্থ হচ্ছে নারীরা এখন শুধু বুটিকস্‌ আর বিউটি পার্লারে সীমাবদ্ধ নেই। ইভেন্ট ম্যানেজম্যন্টেও তারা অনেক অগ্রগামী। আশা করি এই মেলা সফলভাবে শেষ হবে এবং সকল অংশগ্রহণকারীরা তাদের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবেন। আমি চট্টগ্রামের সকল স্তরের জন-সাধারণ ও ক্রেতা-দর্শনার্থীদেরকে অনুরোধ করবো মেলায় এসে অংশগ্রহণকারী ও আয়োজক প্রতিষ্ঠানকে উৎসাহ প্রদান করার জন্য। বিশেষ অতিথির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস-প্রেসিডেন্ট নিশাত ইমরান মেলার সফলতার জন্য সকলের সহযোগিতার আহ্বান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসি ইভেন্টসের স্বত্বাধিকারী তামান্না আহমেদ। মেলায় স্থানীয় স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি ঢাকা, দুবাই, পাকিস্তান ও ভারতের ডিজাইনার এবং ব্র্যান্ড উপস্থিত আছেন। অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সদস্যবৃন্দসহ চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সকাল ১০.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত ওয়েডিং-শো সবার জন্য উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাঙ্গু নদীতে নিখোঁজ ছালেহ আহমদের লাশ ৩ দিন পর উদ্ধার
পরবর্তী নিবন্ধআমি যা দেখি, তুমি কি তা দেখো?