ব্যবসা প্রতিষ্ঠানে পাটজাত দ্রব্য ব্যবহার না করায় জরিমানা

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

পাটজাত দ্রব্য বাধ্যতামূলক আইন ২০১০ বাস্তবায়নে মীরসরাইয়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার পাট অধিদ্‌প্তর ও মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। মীরসরাই উপজেলার মিঠাছরা, বামনসুন্দর, জোরারগঞ্জ ও বারইয়াহাট বাজারে উক্ত আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা। উপস্থিত ছিলেন চট্টগ্রামের পাট অধিদপ্তরের সহকারী পরিচালক ওমর ফারুক তালুকদার, থানার সহকারী পরিদর্শক রাজিব তালুকদার প্রমুখ ।

পূর্ববর্তী নিবন্ধমফিজুর রহমান
পরবর্তী নিবন্ধআবদুল মাবুদ সওদাগরের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল