ব্যবসা থেকে শাহজাহান চৌধুরীর বার্ষিক আয় ৯৬ হাজার টাকা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী নির্বাচন কমিশনে হলফনামা দাখিল করেছেন। হলফনামায় তিনি পেশা উল্লেখ করেছেন ব্যবসা। এছাড়া শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেন এলএলবি (অনার্স)। কৃষিখাত থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ৬ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। ব্যবসা থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ৯৬ হাজার ৫৯০ টাকা। শেয়ার, বন্ড সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় ৬৩ হাজার ৪৭১ টাকা, চাকরি থেকে আয় ৩ লাখ ৬০ হাজার টাকা। অন্যান্য উৎস থেকে নির্ভরশীলদের বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ৬০ হাজার টাকা।

এছাড়া অস্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে নগদ টাকা আছে ১ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ২৫২ টাকা। স্ত্রীর নামে আছে ২৮ লাখ ৭৫ হাজার টাকা। তিন ব্যাংকে নিজ নামে জমা আছে যথাক্রমে ২ লাখ ৪ হাজার ১৭৩ টাকা, ১ লাখ ৯৩ হাজার ৫৩৮ টাকা এবং ৩ লাখ ৯৭ হাজার ৭১২ টাকা। বন্ড, ঋণপত্র ও স্টক এঙচেঞ্জে তালিকাভুক্ত নয় এমন শেয়ার নিজ নামে দেখিয়েছেন ১ লাখ ১১ হাজার টাকা। সঞ্চয়পত্র, স্থায়ী আমানত (ফিঙড ডিপোজিট), ডাক সঞ্চয়পত্র এবং ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ দেখিয়েছেন ৬ লাখ ৬৭৬ টাকা। সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরে তৈরি গহনা নিজ নামে অধিগ্রহণকালে মূল্য উল্লেখ করেছেন ২৫ হাজার টাকা এবং স্ত্রীর নামে ৪০ হাজার টাকা। ইলেকট্রনিক পণ্য নিজ নামে ৩৩ হাজার ১৭০ টাকা। নিজ নামে আসবাবপত্রের মূল্য দেখিয়েছেন ৪০ হাজার টাকা। অস্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য নিজ নামে দেখিয়েছেন ১ কোটি ৯৫ লাখ টাকা এবং স্ত্রীর নামে দেখিয়েছেন ৪০ লাখ টাকা।

শাহজাহান চৌধুরী হলফনামায় স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে ১ দশমিক ৫ একর কৃষি জমির অর্জনকালীন আর্থিকমূল্য দেখিয়েছেন ১ লাখ ৩০ হাজার টাকা। অকৃষি জমির মূল্য দেখিয়েছেন নিজ নামে ১ লাখ টাকা। নিজ নামে থাকা স্থাবর সম্পদের বর্তমান মূল্য দেখিয়েছেন ৫ লাখ টাকা। পেশায় ব্যবসায়ী শাহজাহান চৌধুরী তার বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের করা ৭১টি মামলার বিবরণ দেন হলফনামায়।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় যুবদল নেতাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
পরবর্তী নিবন্ধএরশাদ উল্লাহর নগদ টাকা ২ কোটি ৩৩ লাখ, স্ত্রীর তিন কোটি ২৬ লাখ