ব্যবসা থেকে বছরে জাবেদের আয় ১ লাখ ৩৫ হাজার টাকা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৩ (আনোয়ারা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় কৃষিখাতে বছরে আয় দেখিয়েছেন ৮৩ হাজার টাকা। বিবিএ ডিগ্রিধারী ও পেশায় ব্যবসায়ী সাইফুজ্জামান চৌধুরী ব্যবসা থেকে বছরে আয় দেখিয়েছেন ১ লাখ ৩৫ হাজার টাকা। বাড়িঅ্যাপার্টমেন্টদোকানঅন্যান্য ভাড়া বাবদ আয় দেখান ৫৮ লাখ ৮৩ হাজার ৩৭৯ টাকা। সম্মানী ও পরিচালক ফি পান ১২ লাখ ৬০ হাজার টাকা। অন্যান্য খাত থেকে আয় হয় ৫০ হাজার ৪১৮ টাকা।

স্থাবর সম্পত্তির তালিকায় রয়েছে ৩ লাখ ৪২ হাজার ৯০৬ টাকা মূল্যের ৩ দশমিক ৭৩ একর কৃষি জমি। অকৃষি জমি রয়েছে ১০ কোটি ৬ লাখ ৮১ হাজার টাকার। স্ত্রীর নামে রয়েছে ১ কোটি ২৫ লাখ ৩৩ হাজার ৫০০ টাকার। স্ত্রীর নামে ৯৭ লাখ ৭৫ হাজার টাকার বাড়িঅ্যাপার্টমেন্ট। অস্থাবর সম্পদ হিসেবে নগদ টাকা ও ব্যাংকে জমা আছে ১ কোটি ৮৬ লাখ ৭২ হাজার ২৩৫ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ১৬ লাখ ৬৫ হাজার ১৮১ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এঙচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার নিজ নামে রয়েছে ৯ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ২৫০ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ৮ কোটি ২৭ লাখ ৫২ হাজার ১০০ টাকা। বাস, ট্রাক, মটরগাড়ি ও মোটরসাইকেলের মূল্য নিজ নামে দেখিয়েছেন ৯১ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা, নিজ নামে স্বর্ণালংকার রয়েছে ৩০ হাজার টাকার ও স্ত্রীর নামে ৪০ হাজার টাকার। ইলেকট্রনিকস সামগ্রী ২০ হাজার টাকার। তার ও স্ত্রীর নামে ৪০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে। অন্যান্য খাতে রয়েছে ৩ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৬০৪ টাকা।

পূর্ববর্তী নিবন্ধমামুনের ঋণ ১০ কোটি টাকা, ব্যবসা থেকে আয় ১ কোটি ৫৮ লাখ টাকা
পরবর্তী নিবন্ধচাকরি থেকে সামশুল হকের বছরে আয় ১১ লাখ টাকা