ব্যবসায় শিক্ষা অনুষদে উপস্থিতির হার ৮৯

চবিতে ঢাবি ভর্তি পরীক্ষা

চবি প্রতিনিধি | শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৮:৪৪ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের (গ ইউনিট) ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় সাড়ে ১২টায়। গ ইউনিটে ৩ হাজার ৫৬৯ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৩ হাজার ১৮০ জন। যা মোট আবেদনকারীর ৮৯.৩৯ শতাংশ।
প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া আজাদীকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রক্টরিয়াল বোর্ড কাজ করেছে। কোনো ধরনের জালিয়াতি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আজ শনিবার সামাজিক বিজ্ঞান অনুষদ (ঘ ইউনিট) পরীক্ষায় ৯ হাজার ৮৮০ জন শিক্ষার্থী চবি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবে। এর আগে এ, বি ও চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপঞ্চ গীতিকবির গানে মুগ্ধতা
পরবর্তী নিবন্ধস্বস্তিতে নেই কাদের