আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও খুলশী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন। হলফনামায় তিনি পেশা উল্লেখ করেছেন ব্যবসা। শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন এম. ফিল। পেশায় ব্যবসায়ী সাঈদ আল নোমানের ব্যবসায় বার্ষিক কোনো আয় না থাকলেও তার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় দেখিয়েছেন ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা, বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থান থেকে নিজ নামে আয় দেখিয়েছেন ৩ লাখ ২৪ হাজার টাকা, শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় ৩ লাখ ৫৭ হাজার ৩৫০ টাকা, চাকরি থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ৯৬ হাজার টাকা।
অন্যদিকে অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে সাঈদ আল নোমানের কাছে নগদ টাকা আছে ৮ লাখ ১৫ লাখ ৫০ হাজার ৫৭৬ টাকা এবং স্ত্রীর নামে আছে ১ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৭৪৯ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে জমা আছে ১০ কোটি ২২ লাখ ৪০ হাজার ৮১০ টাকা, স্ত্রীর নামে আছে ৯ লাখ ৬০ হাজার ৮৯৯ টাকা, বন্ড, ঋণপত্র, স্টক এঙচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার নিজ নামে বর্তমান মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা এবং সঞ্চয়পত্র, স্থায়ী আমানত (ফিঙড ডিপোজিট), ডাক সঞ্চয়পত্র এবং ক্রিপ্টোকারেন্সির বিনিয়োগ থেকে নিজ নামে আছে ৫ লাখ ৩৪ হাজার টাকা, বিমা ও ট্রাস্টের মূল্য নিজ নামে ১৯ লাখ ১৮ হাজার ৩৭৮ টাকা এবং স্ত্রীর নামে দেখিয়েছেন ৫ লাখ টাকা, বাস, ট্রাক, মোটরসাইকেল, মোটরসাইকেল অধিগ্রহণকালে নিজ নামে মূল্য দেখিয়েছেন ২৬ লাখ ৫০ হাজার টাকা এবং স্ত্রীদের নামে দেখিয়েছেন ২৭ লাখ ৫০ হাজার টাকা, সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরে তৈরি গহনা নিজ নামে অধিগ্রহণকালে মূল্য উল্লেখ করেছেন ৩০ হাজার টাকা এবং স্ত্রীর নামে ৫ লাখ টাকা, ইলেকট্রনিক পণ্য অধিগ্রহণকালে নিজ নামে মূল্য উল্লেখ করেছেন ১ লাখ ৫৭ হাজার টাকা ও স্ত্রীর নামে ২ লাখ ৮৫ হাজার টাকা, আসবাবপত্র নিজ নামে ১ লাখ ৫০০ টাকা এবং স্ত্রীর নামে দেখিয়েছেন ৩ লাখ টাকা, অন্যান্য (উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি ও বিদেশি রেমিটেন্স) আয় নিজ নামে ৩ কোটি ৯২ লাখ ৮৩ হাজার ৭৫২ টাকা এবং স্ত্রীর নামে ১ কোটি ৭০ লাখ ২৬ হাজার ২২৮ টাকা। বর্তমানে নিজ নামে থাকা অস্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য দেখিয়েছেন ২৩ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার ১৬ টাকা এবং স্ত্রীর নামে ৩ কোটি ৬০ লাখ টাকা। এছাড়া হলফনামায় সাঈদ আল নোমান স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে থাকা ১৬ দশমিক ৬৩ শতক কৃষি জমির অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ১৭ লাখ ৭১ হাজার ৪০০ টাকা, নিজ নামে থাকা ৬০ একর অকৃষি জমির নিজ নামে অর্জনকালীন আর্থিকমূল্য দেখিয়েছেন ৪ কোটি ৫৪ লাখ ৭৪ হাজার টাকা, নির্ভরশীলদের নামে ২৪ দশমিক ৩৭ শতক অকৃষি জমির মূল্য জানা নেই উল্লেখ করেন। বাড়ি বা অ্যাপার্টমেন্টের মূল্য দেখিয়েছেন ৩ কোটি ১০ লাখ ৭৫ হাজার ৫৩২ টাকা, স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে বর্তমান মূল্য দেখিয়েছেন ১০ কোটি ৮৩ লাখ ২০ হাজার ৯৩২ টাকা।












