চট্টগ্রামের লোহাগাড়ায় তুচ্ছ ঘটনায় ব্যবসায়ী শাহ আলমকে প্রকাশ্যে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় খুনী শাহনেওয়াজ লাভলুসহ সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। পরে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে আধুনগর বাজার প্রদক্ষিণ করে ফার্নিচার মার্কেটের সামনে এসে শেষ হয়।
লোহাগাড়া উপজেলা এনসিপির আহবায়ক জহির উদ্দীনের সঞ্চানলায় ও আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা মোহাম্মদ খালিদ জামিল, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, আধুনগর ইউপি সদস্য ফরিদ আহাম্মদ, শাহজাহান চৌধুরী পারভেজ, আধুনগর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি নুরুল আলম, ছাত্র প্রতিনিধি তামিম মির্জা, নিহতের কন্যা নাজিফাসহ আরও অনেকে।
ব্যবসায়ী, রাজনীতিবিদ জনপ্রতিনিধি, ছাত্রসমাজ ও এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্টিত মানববন্ধনে বক্তারা হত্যাকারী ঘাতক লাভলোসহ সকল আসামিকে দ্রূত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ২৪ ঘন্টার মধ্যে খুনীকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর শুক্রবার চাচাতো ভাইয়ের কোদালের কোপে ব্যবসায়ী শাহ আলম সওঃ হত্যাকান্ডের ঘটনায় লাভলুকে প্রধান আসামি করে স্ত্রী ও দুই পুত্রসহ ৪ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, আসামীদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে, ইতোমধ্যে খুনিকে গ্রেপ্তারে সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে সোস্যাল মিডিয়া ফেসবুকেও সন্ধান চেয়ে স্ট্যাটাস দিয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।











