ব্যবসায়ী পিতা-পুত্রের বিরুদ্ধে ৫ মাসের আটকাদেশ, গ্রেপ্তারি পরোয়ানা

১৮৬ কোটি টাকা খেলাপি ঋণ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ মে, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

ন্যাশনাল ব্যাংক আগ্রাবাদ শাখার ১৮৬ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় খাতুনগঞ্জের ব্যবসায়ী ও মেসার্স মাস্টার্ড ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ আলী ও তার ছেলে আলী ইমামকে ৫ মাসের দেওয়ানী আটকাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারাও জারি করা হয়েছে। চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে গতকাল এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে বলেন, ঋণ নিয়ে পরিশোধ না করায় মোহাম্মদ আলী ও তার ছেলে বিরুদ্ধে ২০১২ সালে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। পরের বছরের ৭ মে ডিক্রি হয়। ডিক্রিতে টাকা পরিশোধের কথা বলা হলেও পরিশোধ হয়নি। ২০১৪ সালের ১৩ আগস্ট ঋণ আদায়ে জারি মামলা করা হয়।

বেঞ্চ সহকারী বলেন, ঋণের বিপরীতে ব্যাংকের কাছে টাকা বন্ধকী সম্পত্তি খরিদকারীর অভাবে বিক্রি না হওয়ায় দায় সমন্বয় করা সম্ভব হয়নি। অন্যদিকে ৯ বছর পেরিয়ে পেলেও ঋণের টাকা পরিশোধ হয়নি। মোহাম্মদ আলী বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে বিদেশে পলাতক আছেন। এমন অবস্থায় ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে বিপুল পরিমাণ ঋণ আদায়ে ব্যবসায়ী মোহাম্মদ আলী ও তার ছেলে আলী ইমামকে ৫ মাসের দেওয়ানী আটকাদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধ১১৭৬ টাকার এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকায় বিক্রি
পরবর্তী নিবন্ধরুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের