ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

খেলাপি ঋণ আদায়ের মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ মে, ২০২৩ at ৯:১৬ পূর্বাহ্ণ

ওয়ান ব্যাংক, আগ্রাবাদ শাখার সাড়ে ৬ কোটি টাকা খেলাপী ঋণ আদায়ের মামলায় আগ্রাবাদের মেসার্স তোহা ইন্টারন্যাশনালের মালিক মোহাম্মদ ওসমান গণি চৌধুরী ও তার স্ত্রী সারা তানভীকে ৫ মাসের দেওয়ানী আটকাদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তারা খুলশী থানাধীন খুলশী আবাসিক এলাকার ৩ নম্বর রোডের বাসিন্দা। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৫ সালে প্রথমে অর্থঋণ মামলা এবং পরে ২০২১ সালে অর্থ জারি মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। ঋণ আদায়ে সর্বশেষ ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে বিচারক এই ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দেওয়ানী আটকাদেশ ও তা কার্যকর করার নিমিত্তে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পূর্ববর্তী নিবন্ধকুয়া ড্রিংকিং ওয়াটারকে জরিমানা
পরবর্তী নিবন্ধস্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন