ব্যবসায়ী ও সংগীতশিল্পী নোয়েল গ্রেগরি মেন্ডেজ আর নেই

| বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও ষাটের দশকের ব্যান্ড লাইটনিংসের সাবেক সদস্য নোয়েল গ্রেগরি মেন্ডেজ মারা গেছেন। গত ১ সেপ্টেম্বর ভোর ৫টা ১০ মিনিটে তিনি চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল মঙ্গলবার বিকাল ৩টা ৩০ মিনিটে নগরীর পাথরঘাটা হোলি রোজারি ক্যাথেড্রালে তাঁর শেষকৃত্যের প্রার্থনা সভা ও দাফন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, নোয়েল মেন্ডেজ ছিলেন দেশের প্রাচীনতম ব্যবসায়ী পরিবারগুলোর একটি মেন্ডেজ পরিবারের সদস্য। ১৯৫৮ সালে জে. লরেন্স মেন্ডেজ প্রতিষ্ঠা করেন এনেমঅমনি গ্রুপ, যা বাংলাদেশের লজিস্টিকস, শিপিং ও ফ্রেইট ফরোয়ার্ডিং খাতে অগ্রণী ভূমিকা রাখে। কয়েক দশক ধরে পরিবারটি লজিস্টিকস, উৎপাদন, বাণিজ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নেতৃত্ব, উদ্ভাবন ও সেবার জন্য সুনাম অর্জন করেছে। ব্যবসায়ী পরিচয়ের পাশাপাশি নোয়েল মেন্ডেজ ছিলেন একজন কৃতী সংগীতশিল্পী। ষাটের দশকে তিনি কিংবদন্তি ব্যান্ড লাইটনিংসের সদস্য ছিলেন, যা চট্টগ্রামের সংগীতাঙ্গনে নতুন ধারা তৈরি করেছিল। সকলের কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন একাধারে সফল উদ্যোক্তা ও শিল্পী হিসেবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবসরের ৬ মাসের মধ্যে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ভাতা দিতে হাইকোর্টের রায়
পরবর্তী নিবন্ধচিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার