সাউথইস্ট ব্যাংক জুবিলী রোড শাখার ২৪২ কোটি টাকার খেলাপি ঋণের মামলায় নগরীর কোতোয়ালীর মেসার্স আহমেদ ট্রেডার্সের মালিক জহির আহাম্মেদকে ৫ মাসের সাজা দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে এ ৫ সাজা দিয়েছেন।
আদালত সূত্র জানায়, মাসের ২৪২ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের লক্ষে মেসার্স আহমেদ ট্রেডার্স ও এর মালিকদের বিরুদ্ধে গত বছর উক্ত জারি মামলা দায়ের করে সাউথ ইস্ট ব্যাংক খাতুনগঞ্জ শাখা কর্তৃপক্ষ।