ব্যবসায়ীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের খবর

| সোমবার , ২১ জুন, ২০২১ at ১০:২৩ পূর্বাহ্ণ

স্বামী রোশন সিংয়ের সঙ্গে বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলার মধ্যেই অভিরূপ নাগ চৌধুরী নামে এক ব্যবসায়ীর সঙ্গে টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রেমের খবর এসেছে কলকাতার পত্রিকায়। শ্রাবন্তীর বাড়িতে তার পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া আয়োজনে অভিরূপের জন্মদিনের একটি ছবি প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, প্রেমিককে হীরার আংটি উপহার দিয়েছেন শ্রাবন্তী। খবর বিডিনিউজের। ছবিতে দেখা যাচ্ছে, শ্রাবন্তীর বাড়িতে কালো পাঞ্জাবি পরে কেক কাটছেন অভিরূপ। প্রেমিকের সঙ্গে মিলিয়ে শ্রাবন্তীও পরেছেন কালো রঙের পোশাক। ঘরোয়া আয়োজনে শ্রাবন্তীর বোন স্মিতা চট্টোপাধ্যায়কে কেক খাওয়ান অভিরূপ। ছবিতে শ্রাবন্তীর মাকেও দেখা গেছে। আনন্দবাজারের খবরে বলা হয়, এই ছবি থেকে স্পষ্ট অভিরূপকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছে শ্রাবন্তীর পরিবার। এদিকে উপহার হিসেবে পাওয়া আংটির ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে অভিরূপ লিখেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া…ধন্যবাদ।’ শ্রাবন্তীর ফটোশ্যুটের ছবির নিচেও অভিরূপ লিখেছেন, ‘ম্যাজিকাল।’ নিউজ এইটিনের খবরে বলা হয়, তৃতীয় স্বামী রোশন সিংয়ের থেকে শ্রাবন্তী আলাদা হয়েছেন বছর খানেক আগে। বিয়ের বছর খানেকের মধ্যেই মনোমালিন্যের জেরে আলাদা থাকতে শুরু করেন তারা। শ্রাবন্তীর সঙ্গে ভাঙা সংসার জুড়তে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন রোশন। তবে শ্রাবন্তী এই সম্পর্ক আর টিকিয়ে রাখতে চান না বলে খবর বেরিয়েছে। ২০১৯ সালের এপ্রিলে ভারতীয় একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার রোশন সিংয়ের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এর আগে পরিচালক রাজীব বিশ্বাস, মুম্বাইয়ের মডেল কৃষ্ণ ভিরাজকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় বিয়ের গুঞ্জনের মধ্যে প্রাক্তন স্বামীকে নিয়ে মাহির পোস্ট
পরবর্তী নিবন্ধনিশোর বিপরীতে তানহা