ব্যবসায়ীর বিল্ডিংয়ে গুলি বর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

হাটহাজারীর মেখলে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণের ঘটনার চব্বিশ ঘণ্টা পর থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ মামলা দায়েরের বিষয়টির সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে ওই বাড়ির কেয়ার টেকার মো. নুর নবী (৫০) বাদী হয়ে হামলাকারীদের ‘অজ্ঞাতনামা দুষ্কৃতকারী’ উল্লেখ করে হাটহাজারী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার বেলা আনুমানিক এগারটার দিকে উপজেলার ৮নং মেখল ইউনিয়নের উত্তর মেখল এলাকার মৃত আবুল কাশেমের পুত্র মো. জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে দুটি মোটরসাইকেল নিয়ে ছয়জন অজ্ঞাতনামা মুখোশধারী যুবক আসে। তাদের মধ্যে চারজন বাড়ির বাউন্ডারির ভেতরে ঢুকে বিল্ডিং লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এসময় বিল্ডিংটি তালাবদ্ধ ছিল এবং বিল্ডিংয়ে কোনো লোকজন ছিল না। গুলি বর্ষণের ঘটনায় বিল্ডিংয়ের ২য় তলার বারান্দার গ্লাস ছিদ্র হয়ে যায় এবং বাসার একটি কক্ষের দেয়ালেও গুলির আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় ওই বিল্ডিংয়ের লক্ষাধিক টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিল্ডিংয়ের নীচ থেকে ৮টি আগ্নেয়াস্ত্রের গুলির খোসা, ১টি প্রজেক্টাইল, ১টি আগ্নয়াস্ত্রের তাজা গুলি, ২টি প্রজেক্টাইলের ভগ্নাংশ, ৪ টুকরো প্রজেক্টাইলের ভগ্নাংশ ও ৪ টি ভাঙা কাঁচের টুকরো উদ্ধার করে। এদিকে ঘটনার পর আবারও দুষ্কৃতকারীরা ওই ব্যবসায়ীকে তাদের সাথে যোগাযোগ করতে বলে হেয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়েছে। আর যোগাযোগ না করলে পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়। পরে বুধবার দিবাগত রাতেই ফটিকছড়ি থানা এলাকা থেকে প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত থাকার দায়ে একজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার পর ওই বিল্ডিংয়ের মালিক পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম পুলিশকে জানান, গত ১৫ দিন পূর্বে তাকে একটি অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল করে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল দুষ্কৃতকারীরা। চাঁদার টাকা না দেওয়ায় হয়তো এমন ঘটনা ঘটিয়েছে তারা।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন গতকাল বৃহস্পতিবার জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম পরিচয় জানানো যাচ্ছে না। ঘটনার সাথে জড়িত ওই অস্ত্রধারী সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধজামালখানে ৪০টি দোকান ও ফুড কার্ট উচ্ছেদ
পরবর্তী নিবন্ধস্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা