ব্যবসায়ীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

হাজারী গলিতে উপহার বিতরণে নওফেল

| রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ১১:৩৪ পূর্বাহ্ণ

৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের অন্তর্গত হাজারী গলির শিব বাড়ি প্রাঙ্গণে গতকাল শনিবার লকডাউনে কর্মহীন ৩৪০ জনের মাঝে প্রধানমন্ত্রী উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রধান অতিথি বলেন, হাজারী গলির একটা ঐতিহ্য আছে, এখানে স্বর্ণ অলংকার তৈরির দক্ষ অনেক কারিগর আছেন, বিভিন্ন ধরনের স্বর্ণ ব্যবসায়ী আছেন। আপনারা শান্তি প্রিয় মানুষ। আপনারা যাতে কোন ধরনের অন্যায় বা জুলুমের শিকার না হন সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো। যারা এই শিল্পে কাজ করছেন তারা হেনস্থা হবেন, হয়রানির শিকার হবেন এইটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি আপনারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। যারা আপনাদের হয়রানি করছে তাদের বলে দিতে চাই সাবধান হয়ে যান। যদি শান্তি প্রিয় ব্যবসায়ীরা আর কোন ধরনের চাঁদাবাজি বা হয়রানির শিকার হয় তাহলে আমরা ব্যবস্থা নিতে জানি। হয়রানি ও জুলুমকারীদের বিচারের সম্মুখীন হতে হবে। ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি রতন আচার্য্য, নগর সেচ্ছাসেবক লীগ নেতা হেলাল উদ্দিন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জীব বিশ্বাস সাজু, বিধান ধর, সত্যজিত চৌধুরী টুলু, বিপ্লব চৌধুরী প্রতাপ, লিটন দাশ, উৎপল দাশ,নিপু শর্ম্মা,জয় চৌধুরী, নিশাত চৌধুরী, তন্ময় সেন শিবু, অভিক চৌধুরী, সৌরভ পাল, মো. রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রীতিলতা ‘লুকে’ পরীমনি