‘ব্যবসায়ীদের সহযোগিতায় সবসময় পাশে থাকবে চট্টগ্রাম চেম্বার’

| রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

হালিশহরপতেঙ্গা ইলেকট্রনিঙ দোকান মালিক কল্যাণ সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শনিবার দুপুর ১১টায় কাটগড় কে স্কয়ার২ ক্লাবে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম।

প্রধান বক্তা ছিলেন চিটাগং মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন। বিশেষ অতিথি ছিলেন চিটাগং মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনসুর আলম চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানুর বেগম, ৩৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, সমাজসেবক মুজিবুল হক, সমাজসেবক ওয়াহিদ হাসান। সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমাম মনি, সমিতির সিনিয়র সহ সভাপতি হাজী মো. লোকমান হোসেন, মো. শাহজাহান, সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি রেজাউল করিম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক, অর্থ সম্পাদক মো. কামাল, সহ সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, এরশাদ হোসেন, কায়সার, রাসেল, ইমতিয়াজ উদ্দিন ডালিম, মো. সেলিম, আব্দুস সবুর, মো. রুবেল, মো. জসিম, মো. বেলাল, এস কে জামান, আব্দুল মোমেন, রাশেদ কামাল, আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, হালিশহরপতেঙ্গা ইলেকট্রনিঙ দোকান মালিক কল্যাণ সমিতির যে কোন প্রয়োজনে সাহায্য সহযোগিতায় চট্টগ্রাম চেম্বার পাশে থাকবে। আগামীতে এই সমিতির পরিচিতি হালিশহরপতেঙ্গা ছাড়িয়ে দেশব্যাপী ছড়িয়ে যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসালাউদ্দিন রেজা সভাপতি দেবদুলাল সা. সম্পাদক
পরবর্তী নিবন্ধসাতগাছিয়া দরবার শরীফে চিকিৎসা ক্যাম্প