তামাকুমন্ডি লেইন বণিক সমিতির আজীবন সদস্য ইয়াছিন কবিরের প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজের দুই কর্মচারী থেকে গত ৯ জুলাই টাকা ছিনতাইয়ের ঘটনায় তামাকুমন্ডি লেইন বণিক সমিতির কার্যকরী পরিষদ ও রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের মধ্যকার যৌথ মতবিনিময় সভা সমিতির কার্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক আবদুল আলীমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, সিনিয়র সহ–সভাপতি মো. ফারুক আজম, রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সালামত আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম। উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সহ সভাপতি মো. সেলিম, বজলুর রহমান, সহ–সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, প্রচার সম্পাদক ওমর ফারুক, সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, সাহিত্য প্রকাশনা সম্পাদক ছাদেক হোসেন, ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন, নির্বাহী সদস্য মিনহাজুল আবেদীন, আব্দুর ছফুর নয়ন, সাদ্দাম হোসেন, আরিফ চৌধুরী। রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সহ সভাপতি জানে আলম, অর্থ সম্পাদক কাজী মো. মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী মো. ইদ্রিস, ক্রীড়া সম্পাদক জাফর আলম, প্রচার সম্পাদক মো. মেহেরাজ, দপ্তর সম্পাদক আবদুল মোমেন, নির্বাহী সদস্য এস এম মিজানুর রহমান, মো. লিটন, জসিম উদ্দিন। সভায় বক্তারা বলেন, রিয়াজউদ্দিন বাজারের মত জনবহুল এলাকায় এমন ঘটনা নজীরবিহীন। সভার পক্ষ থেকে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়। ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে সে পরিবেশ নিশ্চিত করার জন্য সবমহলের কাছে আহ্বান জানানো হয়। অন্যথায় উভয় ব্যবসায়ীক সংগঠনের সাথে আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের নিরাপত্তা রক্ষার্থে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।