ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকার আহ্বান

রমজানকে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটির র‌্যালি

| শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজানুল মোবারককে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের বর্ণাঢ্য র‌্যালি গতকাল শুক্রবার বের হয়। বিকেলে র‌্যালিটি নগরীর লালদিঘী চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামালখান ডা. আবুল হাশেম চত্বরে শেষ হয়। হাজারো ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশের জাতীয় পতাকা ও সাদা চাঁদ আর চার তারকা শোভিত ত্রিকোণাকার গাঢ় সবুজ পতাকা, রং-বেরঙের ফ্যাস্টুন, মাহে রমজানের স্বাগত ও পবিত্রতা রক্ষার আহ্বান সূচক স্লোগানে মুখরিত করে তোলে পুরো নগরী।
এর আগে বিকেল ৩টা হতে গাউসিয়া কমিটি মহানগরীর বিভিন্ন সাংগঠনিক থানার নেতাকর্মী ও সর্বস্তরের মুসলমান লালদিঘী চত্বরে জমায়েত হয়। এ সময় চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সভাপতি তাজকীর আহমদের সভাপতিত্বে র‌্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। উদ্বোধক ছিলেন সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমান ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহবুবুল আলম, ফিন্যান্স সেক্রেটারি এনামুল হক বাচ্চু, গাউসিয়া কমিটির মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব মাহবুবুল হক খান, অধ্যক্ষ আবু তালেব বেলাল ও মোহাম্মদ লোকমান কোম্পানি।
গাউসিয়া কমিটির চট্টগ্রাম নগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আহ্বায়ক মুহাম্মদ হাসান ও সচিব লায়ন আবু নাসের রনি শুভেচ্ছা বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খায়র মুহাম্মদ, ছাবের আহমদ, সেকান্দর মিয়া, মাওলানা মোহাম্মদ ইলিয়াস আল-কাদেরী, মোহাম্মদ মুনির উদ্দিন সোহেল, মনোয়ার হোসেন মুন্না, এরশাদ খতিবী, আবু নাছের তৈয়ব আলী, আবুল বশর, মুহাম্মদ শামসুল আলম সওদাগর, মকবুল আহমদ খাঁন, মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম প্রমুখ।
আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মহসিন রমজানের শুরুতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, সারা বিশ্বে রোজা এলে নিত্যপণ্যে মূল্য ছাড় দেয়া হলেও আমাদের দেশে ঠিক উল্টো। তিনি দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে এ একমাস অতিরিক্ত মুনাফা না করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির মাধ্যমে সংযমের শিক্ষা গ্রহণের আহ্বান জানান। একইসাথে তিনি বিদ্যুৎ বিভ্রাট ও পানি সংকট যেন না ঘটে সেদিকে বিশেষ নজর দেয়ারও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবৃত্তিশিল্পী হাসান আরিফ আর নেই
পরবর্তী নিবন্ধশুভপুর ব্রিজের রেলিং ভেঙে ডাম্প ট্রাক নদীতে