চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস এডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ), ব্যবসায় প্রশাসন অনুষদ, চবির সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে ২৩তম ব্যাচে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের নবীনবরণ নগরীর খুলশীস্থ ক্যাম্পাসের বিজিএমইএ অডিটোরিয়ামে গত ২১ জুলাই অনুষ্ঠিত হয়।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর হেলাল উদ্দিন নিজামীর সভাপতিত্বে এবং একাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক শিমুল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সিইউসিবিএর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দীন। তিনি তাঁর বক্তব্যে এমবিএ শিক্ষার ক্ষেত্রে সিইউসিবিএর প্রায় এক যুগের নানা সাফল্যের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এই প্রতিষ্ঠানের গুণগত মান বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অতিথি ছিলেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে। তিনি বলেন, বর্তমান সময়ে ব্যবসায়িক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহারের কোনো বিকল্প নেই। তাই ছাত্রছাত্রীদের অধিকতর প্রযুক্তি–বান্ধব হতে হবে।
অতিথি বক্তা ছিলেন বারকোডের সত্ত্বাধিকারী ফুড এনথুসিয়াস্ট ও উদ্যোক্তা মনজুরুল হক। তিনি বলেন, জীবনে সমস্যা যত বেশি, সুযোগও তত বেশি। সমস্যাকে ধনাত্মক দৃষ্টিভঙ্গি থেকে দেখার মাধ্যমেই তাকে সুযোগে পরিবর্তন করা যায়। তিনি আরও বলেন, সঠিক ব্যবসায় শিক্ষা একজন শিক্ষার্থীকে দক্ষ সংগঠক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
এছাড়াও বক্তব্য দেন, ব্যবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ, সিইউসিবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আশেক হোসেন চৌধুরী, নবাগত ২৩তম ব্যাচের পক্ষে নুসরাত ফারজানা নাজিয়া ও মোহাম্মদ আশফি তাশরিফুল হক।
নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশে এমবিএ অর্ডিন্যান্স সম্পর্কে একটি উপস্থাপনা করেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন। শেষে নবাগত ছাত্রছাত্রীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করে। প্রেস বিজ্ঞপ্তি।