বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, বিগত পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী হওয়া সত্বেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক পিছিয়ে। দেশের অর্থনীতির সিংহভাগ যোগান দেয় চট্টগ্রাম। আওয়ামী লীগ ব্যবসায়ীদের কল্যাণে প্রতিষ্ঠিত সংস্থাগুলোকে দলীয় ও পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছে। ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসার উন্নয়ন এবং স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ীদের সংগঠন আইবিডাব্লিউএফ চট্টগ্রামের সভাপতি ডা. এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে স্থানীয় মিলানায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিউদ্দীন শাহজাহানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সল মুহাম্মদ ইউনুছ, ডা. এ টি এম রেজাউল করিম, আইবডাব্লিউএফ’র সহ সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, জামায়াত নেতা মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুছ, মামুনুর রশিদ, মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ আব্দুল আজিজ, আহমদ রশিদ আমু, কামরুল হুদা, এমরানুল হক, মুজিবুর রহমান, ফজুলল কাদের, মুহাম্মদ ইকবাল শরীফ, বেলাল আহমদ, ওয়াহিদ মুরাদ চৌধুরী, আব্দুল মালেক, ফজলে এলাহি শাহীন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, কামাল উদ্দীন, মুহাম্মদ ইলিয়াছ, আসাদুজ্জামান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।