ব্যপ্ত মো: হাসিবুল আলম | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ দেওয়া সবটাই বুকে সয়লাব, গড়িয়ে মাড়িয়ে অত:পর দাঁড়িয়ে নিশ্চুপ–নিথর। গচ্ছিত অতীত মাত্রই খোদাই এপিটাফ, অন্তহীন দিগন্ত মুখি নির্বাক কাতর বেওয়ারিশ কেউ কিম্বা …কবর।