ব্যতিক্রমী আয়োজন

গৌতম কানুনগো | শুক্রবার , ২৫ মার্চ, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের অন্যতম প্রকাশনী সংস্থা শৈলী প্রকাশন। ১৯৯৫ থেকে শৈলী প্রকাশন এর যাত্রা শুরু যা এ পর্যন্ত অব্যাহত রয়েছে। শৈলী প্রকাশন থেকে প্রতি বছর বেশ কিছু মূল্যবান গ্রন্থ, সংকলন, কবিতা, ছড়ার বই প্রকাশ হচ্ছে। প্রতি বছর ঢাকা ও চট্টগ্রামে অমর একুশে বইমেলায় শৈলী প্রকাশনের নিয়মিত উপস্থিতি লক্ষ্য করা যায়। বিগত কয়েক বছর পূর্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত একুশের বইমেলায় শৈলী প্রকাশন পুরস্কারও অর্জন করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গত ১৭, ১৮, ১৯ ও ২০ শে মার্চ শৈলী প্রকাশনের উদ্যোগে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরুননাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ‘বঙ্গবন্ধু লেখক পাঠক সম্মিলন ও বই উৎসব’। বর্ণাঢ্য এ বই উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী ও পরিচালকবৃন্দ। বিভিন্ন দিনে সভাপতির আসন অলংকৃত করেন বরেণ্য শিক্ষাবিদ রীতা দত্ত, গল্পকার বিপুল বড়ুয়া ও সাহিত্যিক ড. আনোয়ারা আলম। ১ম দিনে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। ড. শ্যামল কান্তি দত্ত ‘বঙ্গবন্ধুর ভাষা শৈলী’ শীর্ষক আলোচনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, কবি ওমর কায়সার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আক্তারের বক্তব্য ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী। চারদিনব্যাপী অনুষ্ঠানে সাহিত্য অনুরাগীদের উপস্থিতি ছিল অভাবনীয়। প্রতিদিন আলোচনার পর বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, ছড়া, আবৃত্তি, গান ও কথামালায় অংশগ্রহণ করেন সংগীতশিল্পী মৃণালিনী চক্রবর্তী, গোফরান উদ্দীন টিটু, ফেরদৌস আরা রীনু, নিশাত হাসিনা শিরিন, তারিফা হায়দার, তসলিম খাঁ, মাহবুবা চৌধুরী, বাসুদেব খাস্তগীর, বিপুল বড়ুয়া, ছন্দা দাশ, পিংকু দাশ, সুবর্ণা দাশ মুনমুন, সৈয়দা সেলিমা আক্তার, লিটন কুমার চৌধুরী, দীপক বড়ুয়া, কেশব জিপসী, জসীম মেহবুব, রুনা তাসমিনা, মিলন বনিক, উৎপল কান্তি বড়ুয়া, এস এম আবদুল আজিজ, শিউলী নাথসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিল্পী আয়েশা হক শিমু ও প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তী। পুরো মিলনায়তন জুড়ে ছিল উৎসবের আমেজ। শৈলী প্রকাশন আগামীতে আরো ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করবে- এটাই সাহিত্য প্রেমীদের প্রত্যাশা।

পূর্ববর্তী নিবন্ধরমজান ও নিত্যপণ্যের বাজার
পরবর্তী নিবন্ধস্বাধীনতার পঞ্চাশ