ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়াল এনবিআর

| সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

ব্যক্তি শ্রেণি ও হিন্দু অবিভক্ত পরিবারভুক্ত করদাতাদের জন্য ২০২৫২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক আদেশে জানানো হয়, রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। আয়কর আইন ২০২৩এর ৩৩৪ ধারার ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমতি নিয়ে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বাসসের।

এর আগে, করদাতাদের বিভিন্ন বাস্তব সমস্যার কথা বিবেচনা করে এনবিআর রিটার্ন জমার মূল সময়সীমা ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছিল। বেশি সংখ্যক করদাতাকে রিটার্ন জমার সুযোগ করে দেওয়া এবং তাদের ওপর চাপ কমাতে নতুন করে এই সময় বাড়ানো হয়েছে। যে কোনো ধরনের অসুবিধা এড়াতে এনবিআর যোগ্য করদাতাদের বাড়তি সময় কাজে লাগিয়ে সংশোধিত সময়সীমার মধ্যে রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচসিককে আর্থিকভাবে স্বনির্ভর করা হচ্ছে : মেয়র
পরবর্তী নিবন্ধগরম পানির ডেকচিতে পড়ে দগ্ধ শিশুর মৃত্যু