ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি

| শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৬ পূর্বাহ্ণ

ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর আইন) মো. একরামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তথ্য জানানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণের ২০২৫২০২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ নির্ধারণ করল। খবর বাসসের।

পূর্ববর্তী নিবন্ধসুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কক্সবাজার পরিদর্শন করলেন সেনাপ্রধান
পরবর্তী নিবন্ধযারা শংকার সৃষ্টি করছে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে