ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক

| সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ

স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর বিবরণী বা রিটার্ন অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ডএনবিআর। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতা; শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা; বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা ও মৃত করদাতার পক্ষে আইনজীবী প্রতিনিধিদের বেলায় এ বিধান প্রযোজ্য হবে না। তাদের বেলায় তারা ইচ্ছে পোষণ করলেই কেবল অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন; কোনো বাধ্যবাধকতা নেই।

গতকাল রোববার এক বিশেষ আদেশে ২০২৫২০২৬ করবর্ষের জন্য এ বিধান করেছে এনবিআর। এর ফলে এখন থেকে যারা রিটার্ন দেবেন, তারা অনলাইনে দেবেন। আর কেউ ১ জুলাই থেকে এর মধ্যেই কাগুজে রিটার্ন জমা দিয়ে দিলে সেটা সেভাবেই গ্রহণ করা হবে।

তবে আদেশে বলা হয়েছে, উল্লেখিত করদাতাগণ ছাড়া অন্য কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে ৩১ অক্টোবরের মধ্যে তার সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করতে হবে। পরে অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদন মিললে করদাতা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। খবর বিডিনিউজের।

গত করবর্ষে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সকল সরকারি কর্মচারীর অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে বিশেষ আদেশ দেয় এনবিআর। দেশের সকল তফশিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীর জন্যও এ আদেশ প্রযোজ্য হবে বলা হয়। একই সঙ্গে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, ইউনিলিভার বাংলাদেশসহ সকল মোবাইল অপারেটরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়। তাতে গত করবর্ষে রেকর্ড পরিমাণ অনলাইনে রিটার্ন দাখিল হয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার সবার জন্য তা বাধ্যতামূলক করা হল।

বিদায়ী ২০২৪২৫ অর্থবছরে ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেন। এখন পর্যন্ত ১ কোটি ১২ লাখের মত মানুষের কর শনাক্তকরণ নম্বর বা ইটিআইএন নিবন্ধন রয়েছে। ২০২৩২০২৪ অর্থবছরে মোট পাঁচ লাখ ২৬ হাজার ৪৮৭ জন করদাতা ইরিটার্ন দাখিল করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম সাক্ষ্য দিলেন গুলিবিদ্ধ খোকন চন্দ্র, চাইলেন হাসিনার বিচার
পরবর্তী নিবন্ধনতুন বাংলাদেশ গড়তে এনসিপির ২৪ দফা