ব্যক্তিগত রাজনীতির সাথে উপজেলার কর্মকাণ্ডের কোনো সম্পর্ক থাকবে না

হাটহাজারী প্রতিনিধি

নবনির্বাচিত চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠানে ব্যারিস্টার আনিস | শনিবার , ২২ জুন, ২০২৪ at ৬:০০ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, তারা কোনো দলের উপজেলা চেয়ারম্যান না। যদিও আপনাদের ব্যক্তিগত রাজনীতি আছে, তা আমি বুঝি। কিন্তু সেই রাজনীতির সাথে উপজেলার কর্মকাণ্ডের কোন কিছু থাকবে না। আপনাদের থাকবে রাজনৈতিক দর্শন; যে রাজনৈতিক দর্শন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এ দেশকে এগিয়ে নিতে চান। আমরা সেই রাজনৈতিক দর্শনকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব।

গত বুধবার হাটহাজারী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদ চত্বরে নুরুল আলম বাসেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইউনুস গনি চৌধুরী, ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন জীবন ও মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম। শিমুল কান্তি মহাজনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, ওসি মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী, উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ শামীম, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহনেওয়াজ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু, জাতীয় পার্টির আহ্বায়ক মো. আলমগীর, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার মোর্শেদ তালুকদার ও হাটহাজারী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শফিউল আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান।

এর আগে উপজেলা পরিষদের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইউনূস গনি চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধবর্ষার সৌন্দর্য দেখতে পর্যটকে মুখরিত খাগড়াছড়ি
পরবর্তী নিবন্ধভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন