চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুইজন সহকারী প্রক্টর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তারা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম ও পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দেন তারা।
পদত্যাগ পত্রে তারা উল্লেখ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালায়ে সহকারী প্রক্টর হিসেবে হিসেবে কর্মরত। ব্যক্তিগত কারণে আমি আজ (১১ ফেব্রুয়ারি) এ পদ থেকে পদত্যাগ করছি।
অতএব, আমার পদত্যাগ পত্রটি গ্রহণ এবং সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি।
পদত্যাগের কারণ জানতে চাইলে ড. মো. মোরশেদুল আলম জানান, আমি গবেষণা করতে ভালোবাসি। গবেষণার সুবিধার্থে ও একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।
আরেক সহকারী প্রক্টর অরুপ বড়ুয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার সত্ত্বেও পাওয়া যায়নি।