বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলার সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া। উদ্বোধক ছিলেন প্রকৌশলী মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া। সংগঠনের সাধারণ সম্পাদকের সঞ্চালনায় ও পূরবী বড়ুয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ সমিতি যুবর সভাপতি অ্যাডভোকেট জয়শান্ত বিকাশ বড়ুয়া , সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া। এতে সাংগঠনিক অবদানের জন্য পান্না বড়ুয়া , শ্যামলী বড়ুয়া, রুমি চৌধুরী ও পূরবী বড়ুয়াকে সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন, বৌদ্ধ সমিতি মহিলা সাহিত্য, সাংস্কৃতিক ও সাংগঠনিক কর্ম দক্ষতায় সমৃদ্ধ একটি সংগঠন। তিনি মহিলাদের কর্মকান্ডকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এতে উপস্থিত ছিলেন প্রিয় বড়ুয়া, সরোজ বড়ুয়া, সচীভুষণ বড়ুয়া, ডা.বিদ্যুৎ বড়ুয়া, স্বরূপ বিকাশ বড়ুয়া, সপু বড়ুয়া , দিবাকর বড়ুয়া , শিমুল বড়ুয়া, বিকাশ চৌধুরী, অমরেশ চৌধুরী, শুভ্রা বড়ুয়া, চন্দা বড়ুয়া, রুপালী বড়য়া, নীলিমা বড়ুয়া, লিপি বড়ুয়া, কান্তা বড়ুয়া, শর্মীলা বড়ুয়া, রুমি বড়ুয়া, মিলি বড়ুয়া, জুলি বড়ুয়া, পূরবী বড়ুয়া,অপরূপা বড়ুয়া, প্রিয়াঙ্কা বড়ুয়া , সোমা বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।