বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের প্রথম সম্মেলন ও অভিষেক গত ২৩ আগস্ট নন্দনকানস্থ থিয়েটার ইন্স্িটটিউট চট্টগ্রাম (টিআইসি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সংগঠনের নবনির্বাচিত সভাপতি বিপুল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অভিষেক পর্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য যুগ্মসচিব সুমন বড়ুয়া।
উদ্বোধন করেন চট্টগ্রাম মেমন মাতৃসদন হাসপাতালের প্রাক্তন সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত মহাসচিব শ্যামল চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন অভিনেতা অশোক বড়ুয়া। আলোচক ছিলেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া, পরমেশ বড়ুয়া ও সুমন টিংকু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুপ্রিয় কুমার বড়ুয়া ও সঞ্চারী বড়ুয়া সাচী। শেষে সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা অশোক বড়ুয়া।
২য় পর্বে ‘সাংস্কৃতিক সন্ধ্যা : নব রবে অরুণোদয়ে’ অনুষ্ঠানে ছিল আবৃত্তি, গান, নৃত্য ও নাটিকা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইলা বড়ুয়া ও সেঁজুতি বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।