বৌদ্ধ যুব পরিষদ ও ঐক্য ফাউন্ডেশনের মতবিনিময় সভা

| বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সাথে বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বৌদ্ধ যুব পরিষদের জামালখানস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাবৌযুপের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সঞ্জয় বড়ুয়া পিপলু। সাধারণ সম্পাদক তাপস বড়ুয়ার সঞ্চালনায় মতবিনিময় সভার বিষয় ছিলো ‘সামাজিক অবক্ষয় ও প্রতিকার’। সভায় বাবৌযুপের পক্ষ থেকে বক্তব্য দেন জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, ভাইস চেয়ারম্যান সজীব বড়ুয়া ডায়মন্ড। বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব সীমান্ত বড়ুয়া সীমাজু, পটিয়া শাখার সভাপতি শৈবাল কান্তি বড়ুয়া, শিক্ষক মিলন কান্তি বড়ুয়া, শিক্ষক বাদল বড়ুয়া, ইন্দ্রসেন বড়ুয়াসহ বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ও ঐক্য ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার এয়াকুবদন্ডী স্কুলে বৃত্তি প্রদান ও স্মরণসভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সোনালী ব্যাংকের গ্রাহক সেবা পক্ষ শুরু