বৌদ্ধ যুব পরিষদ ও অনিরূদ্ধ ট্রাস্টের শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

| বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ও অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যাগে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার কৈয়াঝিরি, ৩ নং নয়াপাড়ার আলীকদম রত্নানন্দ বৌদ্ধ বিহার ও আন্তর্জাতিক অনাথ সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১২০ টি সুবিধা বঞ্চিত ম্রো পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে উদ্বোধনী বক্তব্য রাখেন শান্তমিত্র ভিক্ষু। সভাপতিত্ব করেন বিতরণ কমিটির আহবায়ক তুষার বড়ুয়া।

প্রধান অতিথি ছিলেন সঞ্জয় বড়ুয়া পিপলু। বিশেষ অতিথি ছিলেন সুমন বড়ুয়া বাপ্পী, টিটু বড়ুয়া, বিশ্বজিত বড়ুয়া রেবু, অনুপম বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন এস.সুদত্ত বড়ুয়া, সমদত্ত বড়ুয়া, নিপুণ বড়ুয়া, পলাশ বড়ুয়া, পিলু বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় রিপন বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীর হেলালের ব্যাপক গণসংযোগ, উন্নত ও শান্ত হাটহাজারীর প্রতিশ্রুতি
পরবর্তী নিবন্ধঅপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা কলেজের সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন