বৌদ্ধ যুব পরিষদের শীতবস্ত্র বিতরণ

| বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ‘দেশজুড়ে শীতবস্ত্রদান কর্মসূচি’র আওতায় ১৮ তম স্পটে দান কার্য গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। স্বর্গীয় অ্যাডভোকেট ফণী ভূষণ বড়ুয়া এবং তাঁর সহধর্মিণী স্বর্গীয়া তটিনী বড়ুয়া স্মরণে অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের দানকৃত শীতবস্ত্র খাগড়াছড়ি সদরস্থ এপিবিএন ও সাতভাইয়া পাড়া এলাকার মানুষের মাঝে উপহার হিসেবে তুলে দেয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৌদ্ধ যুব পরিষদ খাগড়াছড়ি অঞ্চলের উপদেষ্টা বিতান বড়ুয়া, সভাপতি বিজয় বড়ুয়া, সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া। কর্মসূচি বাস্তবায়নে ছিল বৌদ্ধ যুব পরিষদ খাগড়াছড়ি, সার্বিক সহযোগিতায় ছিল বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম। উল্লেখ্য দেশজুড়ে চলমান এই কর্মসূচির উদ্বোধন হয় গত ১০ নভেম্বর ২০২৩ পানছড়িতে এবং তা ফেব্রুয়ারি২০২৪ পর্যন্ত চলমান থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ আলী ছিলেন নিরহংকার ও প্রচার বিমুখ
পরবর্তী নিবন্ধহযরত শাহজাহান শাহ্‌ (রা.)’র দুদিন ব্যাপী ৫১৮তম ওরশ কাল শুরু