বৌদ্ধ যুবপরিষদ-চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে সিলেটে শীতবস্ত্র বিতরণ

| শুক্রবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদচট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্ট ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়ার পৃষ্টপোষকতায় শুক্রবার সিলেট জেলার দক্ষিণ সুরমা এলাকার স্বপ্নের বিদ্যানিকেতনে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদশ বৌদ্ধ যুবপরিষদ শীতবস্ত্র বিতরণের পঞ্চমতম কার্যক্রম বাংলাদেশ বৌদ্ধ যুবপরিষদ সিলেট অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদশ বৌদ্ধ যুবপরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সংগঠক, সাংবাদিক উৎফল বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার স্বপ্নের বিদ্যানিকেতনের ছাত্রছাত্রী ও অত্র অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুবপরিষদসিলেট অঞ্চলের উপদেষ্টা, গোবিন্দগঞ্জ আবদুল স্মৃতি কলেজের সহকারী অধ্যাপক বরন চৌধুরী, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ তারেক আহমেদ, শেলু বড়ুয়া, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেলের চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন পরিদর্শন
পরবর্তী নিবন্ধকাজীর দেউরীতে সম্মেলন ও সালাতু সালাম মাহফিল