ধর্ম উপদেষ্টা ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে গত ১৬ সেপ্টেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সভাকক্ষে ট্রাস্টি বোর্ডের ১১০তম সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ২ কোটি টাকার অনুদান অগ্রাধিকার ভিত্তিতে বিলিবণ্টন বিতরণ করার জন্য আলোচনা করা হয়। সভায় অভিমত প্রকাশ করা হয়, এ অনুদান প্রাপ্তিতে বৌদ্ধরা উৎসবমুখর পরিবেশে আসন্ন প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোৎসব পালন করতে পারবে।
সভায় প্রধান উপদেষ্টার এ মহানুভবতার জন্য বাংলাদেশের বৌদ্ধ সমপ্রদায় তথা বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ধর্মউপদেষ্টা ও ধর্ম সচিবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। অনুদান প্রাপ্তি বিষয়ে আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য ধর্ম উপদেষ্টা, ধর্ম সচিব ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
সভায় আলোচনায় অংশ নেন–ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আ আউয়াল হাওলাদার, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা, ট্রাস্টি প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, ট্রাস্টি মেজর (অব.) ডা. অজয় প্রকাশ চাকমা, ট্রাস্টি মং হলা চিং, ট্রাস্টি সুশীল চন্দ্র বড়ুয়া, ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়া, ট্রাস্টি রাজীব কান্তি বড়ুয়া, ট্রাস্টি রুবেল বড়ুয়া। ট্রাস্ট সচিব জয়দত্ত বড়ুয়াসহ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।