প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান-২০২১ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ১ কোটি টাকা বিশেষ অনুদানের বিভাজন ও বিলিবণ্টনের চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম মহানগর ও রাউজান উপজেলার ২৭টি বৌদ্ধ বিহারে চেক বিতরণ করা হয়। গতকাল শুক্রবার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়ার ব্যবস্থাপনায় নগরীর জামালখান সূর্য্যের হাসি ক্লিনিকে চেক বিতরণের এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বাবুল, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, ট্রাস্টি রঞ্জন বড়ুয়া, প্রকৌশলী তীর্থঙ্কর বড়ুয়া, প্রকৌশলী পলাশ বড়ুয়া, ভদন্ত বিদ্যানন্দ ভিক্ষু, ইউপি সদস্য জগদীশ বড়ুয়া, রাখাল চন্দ্র বড়ুয়া, প্রসূন বড়ুয়া, পূর্ণেন্দু বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া, ভূষণ বড়ুয়া প্রমুখ।