বৌদ্ধ ধর্মীয়গুরু ড. জ্ঞানশ্রী মহাথের ছিলেন নীরব জ্ঞান সাধক

স্মৃতিচারণসভায় বক্তাদের অভিমত

| শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৬:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু একুশে পদকপ্রাপ্ত ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের’র মরদেহ গতকাল বৃহস্পতিবার রাউজানের বিনাজুরি গ্রাম থেকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আনা হয়। এসময় তাঁর মরদেহ গ্রহণ করেন ধর্মগুরু উপসংঘরাজ শাসনপ্রিয় মহাথের। স্টেডিয়াম থেকে শোকর‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মরদেহ প্যারেড মাঠের অনুষ্ঠানস্থলে ভক্ত অনুরাগীদের দর্শনের সুবিধার্থে শবদেহ মঞ্চে প্রতিস্থাপন করা হয়। এসময় শাসনানন্দ মহাথের, . সংঘপ্রিয় মহাথের, তিলোকাবংশ মহাথের, এম বোধিমিত্র মহাথেরসহ অসংখ্য ভিক্ষুসংঘ এবং ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বৌদ্ধ সমিতির আয়োজনে দুইদিন ব্যাপী অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার প্রথম দিন ড. জ্ঞানশ্রী মহাথের’র জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ উদযাপন পরিষদের সভাপতি লায়ন আদর্শ কুমার বড়ুয়ার সভাপতিত্বে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী অসীম বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেনশাসনানন্দ মহাথের। স্মৃতিচারণ ও পুণ্যদানে অংশ নেনএম বোধিমিত্র মহাথের, তিলোকাবংশ মহাথের, অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, নৃপতি রঞ্জন বড়ুয়া, ব্যাংকার সত্যপ্রিয় বড়ুয়া, প্রফেসর অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, লায়ন টিংকু বড়ুয়া, পুলিশ কর্মকর্তা কাজল কান্তি চৌধুরী, সরোজ বড়ুয়া, অধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া, জেলা শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া, সাধন কান্তি বড়ুয়া, অশোক বড়ুয়া, তুষার কান্তি বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, লায়ন কেমি বড়ুয়া, পুরবী বড়ুয়া, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, সজীব বড়ুয়া ডায়মন্ড, ডা. অমরেশ বড়ুয়া চৌধুরী, বিকাশ কান্তি বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া পিপলু, তাপস বড়ুয়া, লায়ন ধনঞ্জয় বড়ুয়া, রুবেল বড়ুয়া প্রমুখ। ধন্যবাদসূচক বক্তব্য দেন সনৎ বড়ুয়া বিশু। রাতব্যাপী বুদ্ধ কীর্তন পরিবেশেন করেন বুড্ডিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্টের সদস্যবৃন্দ। স্মৃতিচারণে বক্তারা বলেছেন, . জ্ঞানশ্রী মহাথের ছিলেন একজন নীরব জ্ঞান সাধক। তিনি সারাজীবন মানুষ ও মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। আজ শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অষ্টপরিস্কারসহ সংঘদান, বিকালে অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বৌদ্ধ ধর্মীয়গুরু উপসংঘরাজ শাসনপ্রিয় মহাথের। আশীর্বাদ প্রদান করবেন চতুর্দশ সংঘরাজ ধর্মপ্রিয় মহাথের। এতে প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভা উদ্বোধন করবেনপার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সংবর্ধিত অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। স্বাগত বক্তব্য দেবেন বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া। বিশেষ অতিথি থাকবেনবিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, ভারতের সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে তাঁর মরদেহ পুনরায় রাউজানের বিনাজুরি গ্রামে নিয়ে যাওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদ হোটেলের ৬২তম বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধরাঙামাটির একমাত্র স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা