বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার অভিষেক

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ২৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। উপজেলার জৈষ্ঠ্যপুরা সার্বজনীন শান্তিময় বিহারে অনষ্ঠিত কর্মসূচিতে আশীর্বাদক ছিলেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯ তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের। সংগঠনের সভাপতি বিপস্‌সী মহাথেরর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বুদ্ধপ্রিয় মহাথের। উদযাপন পরিষদ সদস্য রাজু বড়ুয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, ব্যাংকার প্রীতিশ রঞ্জন বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, অমরেশ বড়ুয়া চৌধুরী, লায়ন কেমি বড়ুয়া, শিক্ষিকা নেভী বড়ুয়া, অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী, সমীরণ বড়ুয়া ও রঞ্জন বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রাণতোষ বড়ুয়া।

বক্তব্য রাখেন অভিষেক উদযাপন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী জয়সেন বড়ুয়া ও মহাসচিব রাজীব বড়ুয়া। অনুষ্ঠানে ডালিম বড়ুয়া, সমীরণ বড়ুয়া, বিমান কান্তি বড়ুয়া, সোহেল বড়ুয়া ও পুষ্পেন্দু বিকাশ বড়ুয়াকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতাহফিজুল কোরআন সংস্থার হিফজুল কুরআন প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধছাত্র সমাজকে জ্ঞান ও আদর্শিক শক্তিতে উজ্জীবিত হতে হবে