চন্দনাইশে মহাস্থবির বরণ ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠানের শেষদিনে চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। গত ২১ ফেব্রুয়ারি রাতে চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা সদ্ধর্ম বিদর্শন ভাবনা পরিবেণ’র ভদন্ত জিনপাল মহাস্থবির বরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, ২১ দিনব্যাপী মহাস্থবির বরণ ও বৌদ্ধ মহাসম্মেলন উপলক্ষে পূর্ব জোয়ারায় বিশাল মেলা বসে। অনুষ্ঠানের শেষদিন গত শুক্রবার রাতে মেলায় আসা বিভিন্ন দোকান থেকে এক পক্ষ চাঁদা নিতে আসলে অপর পক্ষ তাতে বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে এবং কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন, পূর্ব জোয়ারা গ্রামের মৃত আহমদুর রহমানের ছেলে মাহাবুর রহমান (৫৫), তার ছেলে আরিফুর রহমান (২০), আবু হানিফের ছেলে জাবেদুল ইসলাম ফরহাদ (১৮), মো. ইসমাইলের ছেলে আদনান সানি (২১), মুন্সি মিয়ার ছেলে সালমান ইসলাম আসিফ (২০), সামশুল ইসলামের ছেলে সাইদুর ইসলাম (২০)। আহতদের মধ্যে সাইদুর ইসলাম, আরিফুর রহমান, মাহাবুর রহমানকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। ভদন্ত জিনপাল ভিক্ষুর মহাস্থবির বরণোৎসব উদযাপন পরিষদের সভাপতি ভদন্ত জ্ঞানরত্ন মহাস্থবির জানান, অনুষ্ঠানের শেষদিন গত শুক্রবার রাতে মেলায় বসা দোকানগুলো থেকে বহিরাগত কিছু লোক চাঁদা নিতে আসলে আরেকপক্ষ তাতে বাধা দেয় বলে তিনি শুনেছেন। পরে অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের হস্তক্ষেপে ঘটনাটি নিয়ন্ত্রণে আসে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করলেও থানায় এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন।